তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১০:৪০| আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:০৬
অ- অ+
হালকা বৃষ্টি ভিজিয়ে দিয়ে গেছে রাজধানীর রাস্তা। ছবিটি আজ সকালে ইস্কাটন থেকে তোলা

তাপদাহের মধ্যে রাজধানীর বেশ কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি ঝরেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে রোদের তেজ নেই। মেঘে আচ্ছন্ন রয়েছে আকাশ। সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মানিকনগর, গোপীবাগ, মুগদা, মগবাজার, ইস্কাটন, কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, তেজগাঁওসহ বেশ কিছু এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। দিনের শুরুতেই একটু বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস নিচ্ছে রাজধানীবাসী।

কয়েকদিনের তাপদাহে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অসুস্থতাসহ মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন>> সাত জেলায় ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আজ দেশের সাত জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা দেওয়া হয়।

এর আগে গতকাল বুধবার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল অপর এক সতর্কবার্তায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

(ঢাকাটাইমস/০৮জুন/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
দার্শনিক শিল্পপতি সুফি মিজানুর রহমান: পুরুষোত্তম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা