সিরাজুল আলম খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৯:১২

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের কিংবদন্তী রাজনীতিক সিরাজুল আলম খান এর মৃত্যুতে তাঁর নিকটজনদের ন্যায় বিএনপিও গভীরভাবে সমব্যাথী। ‘৭১ এর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অসামান্য। নেতৃত্বে না থাকলেও তিনি অন্তরালে থেকে রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন।

ফখরুল বলেন, রাজনৈতিক অঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তাঁর পরিচিতি ও সুনাম ছিল ব্যাপক। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক ও গুণী রাজনীতিককে হারালো।

বিএনপি মহাসচিব শোকবার্তায় সিরাজুল আলম খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, নিকটাত্মীয়, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মহানগর দক্ষিণ বিএনপির শোক

সিরাজুল আলম খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার এক শোক বার্তায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম ও যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম বলেন, সিরাজুল আলম খান স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তী সময়ে জাতির ক্রান্তিলগ্নে আলোর দিশারী হয়ে উম্মেচিত হয়েছিলেন। তার মৃত্যু জাতি এক দেশপ্রেমিককে হারালো। নেতৃবৃন্দ সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে তার রূহের আত্মার মাগফেরাত কামনা করেন।

(ঢাকাটাইমস/৯জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :