ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৩, ১২:১১| আপডেট : ২৩ জুন ২০২৩, ১২:১৮
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে রসুলপুর পুরাতন বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পছন্দের গরু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, হাটে উঠেছে ষাড়, দেশি ছাগল। হাটে আসা ক্রেতারা চাহিদা ও পছন্দ অনুযায়ী দরদাম করছেন।

মৌটুপী গ্রাম থেকে আসা গরু বিক্রেতা মাসুম মিয়া ঢাকা টাইমসকে বলেন, দুটি ষাড় গরু বিক্রি করতে বাজারে এসেছি। তবে বাজারে পর্যাপ্ত ক্রেতা রয়েছে, তারা গরু দেখছেন, দাম দর করছেন। তবে ঈদের বেশ কদিন বাকি রয়েছে, ক্রেতারা যাচাই বাছাই করেই কোরবানির জন্য গরু কিনবেন।

আরও পড়ুন: মিশ্র ফল চাষে সফল ময়মনসিংহের শিব্বির

স্থানীয় ইউপি সদস্য মো. রুবেল মিয়া ঢাকা টাইমসকে বলেন, বাজারে এসেছি কোরবানির জন্য গরু কিনতে। বাজারে এসে একটি গরু পছন্দ হয়েছে সেটার দাম করেছি ১ লাখ টাকা। কিন্ত বিক্রেতা সেই দামে গরু বিক্রি করবে না তাই অন্য গরু দেখছি। এখন বাজারে শুধু ক্রেতারা গরু দেখতে আসছেন আর দরদাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। আরও কদিন বাকি আছে, তাই শেষ সময়ে অনেক ক্রেতারা গরু কিনবেন।

(ঢাকাটাইমস/২৩জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা