জামিনে বের হয়ে ফের মাদক কারবার, গ্রেপ্তার ২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ১০:৫৩
অ- অ+

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার বাড়াই ভিকরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামের সুজন চৌধুরী ও একই গ্রামের মো. মাসুদ হোসেন।

মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তাররা একাধিক মাদক মামলার আসামি। আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারের সঙ্গে জড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সুজনের কাছ থেকে ২৪ গ্রাম ও মাসুদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আরও পড়ুন: ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি দম্পতি আটক

তিনি জানান, উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা