ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি দম্পতি আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ১০:৩৭
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ আব্দুল মাতুব্বর (৫২) ও হেনা বেগম (৪১) নামে মাদক কারবারি এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামে মাতুব্বর বাড়িতে অধিদপ্তরের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানে ১৭ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারকোটিকস এর একটি আভিযানিক দল জেলার ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামে আব্দুল মাতুব্বরের বাড়িতে অভিযান তল্লাশি পরিচালনা করে। এ সময় বাড়িতে গোপন স্থানে রাখা শপিং ব্যাগের ভেতর থেকে ১৭৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযান চলাকালে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সজীব মাতুব্বর (২৭) কৌশলে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর নিজ বাড়িতে রেখে বাবা মার সহযোগিতায় ইয়াবার ব্যবসা পরিচালনা করেন বলে আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আরও পড়ুন: নোঙর করা লঞ্চ থেকে পড়ে যমুনায় কিশোর নিখোঁজ

আটকদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা