টাঙ্গাইলে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২০:৫১ | প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ২০:৫০

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আলিসা বেগম (২৬) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা।

নিহত আলিসা বেগম উপজেলার নরুন্দা গ্রামের আবেদিন মিয়ার মেয়ে।

গ্রেপ্তারকৃত রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে। রাশেদ ঢাকায় গাড়ির মিস্ত্রি হিসেবে কাজ করেন।

ওসি জানান, ঈদের আগের দিন আলিসা শ্বশুর বাড়ি থেকে তিন ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়ি আসেন। রবিবার দুপুরে আলিসার স্বামী রাশেদ এসে ছেলে-মেয়েকে নিয়ে যান। সোমবার বিকালে আলিসা তার বাবার বাড়ির ঘরের ভেতর শুয়ে ছিলেন। এসময় তার স্বামী শ্বশুর বাড়ি এসে ঘরের ভেতর ঢুকে আলিসাকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :