পঞ্চগড়ে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়কে মামা-ভাগ্নের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৩, ১৬:৪৪| আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৬:৪৭
অ- অ+

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সবুজ রায় শান্ত (১৮) ও দিপু কুমার রায় (১৭) নামে দুই তরুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজিত রায় নামের আরও একজন গুরুতর আহত।

রবিবার গভীর রাতে (রাত আড়াই টার দিকে) দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট এলাকার বোদা-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

সোমবার ভোরে পৃথক সড়ক দূর্ঘটনার শিকার আজাহারুল ইসলাম নামে আরেক অটোরিক্সার যাত্রীর মৃত্যু হয়।

নিহত সবুজ রায় শান্ত সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট এলাকার রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্রামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় একটি বিয়ে অনুষ্ঠান শেষে মামা ভাগ্নেসহ তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। লক্ষীরহাট এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের ধাক্কায় দিলে সড়কে ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে সবুজ রায় ও দিপু র য়ের মরদেহ উদ্ধার করে। গুরতর আহত অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের অমর খানার ইউনিয়নের বোড বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আজহারুল ইসলাম নামে এক অটো রিক্সার যাত্রী সোমবার ভোরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হবে বলে জানান তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় আহত আজাহারুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা