ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ২০:৪৭
অ- অ+

যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা গত ৯ জুলাই লন্ডনের একটি হোটেলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক। প্রথম পর্ব পরিচালনা করেন বিদায়ী সেক্রেটারি জেনারেল সলিসিটর আনোয়ার কবীর খান।

সভায় আগামী মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাহিত্যিক কচি কবির, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন কাউন্সিলর খালেদ মিল্লাত এবং ট্রেজারার নির্বাচিত হন চার্টার্ড একাউন্ট্যান্ট অজিত কুমার সাহা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি রহমান জিলানী, প্রফেসর ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধীর রঞ্জন দাস (তনু), ভাইস প্রেসিডেন্ট নসিরুল্লা খান জুনায়েদ, ভাইস প্রেসিডেন্ট, সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, আবদুল হাকিম ভুঁইয়া, বুলবুল আহমেদ, কাউন্সিলর সাইমা আহমেদ, শামীমা বেগম মিতা, মিনারা সুলতানা, সলিসিটর হালিম বেপারী, ড. আবদুল আউয়াল, ডা. মাসুমা আকতার, ডা. শম্পা দেওয়ান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা