খানসামায় গলায় ফাঁস দিয়ে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা

দিনাজপুরের খানসামায় গলায় ফাঁস দিয়ে সিরাজুল ইসলাম হুজুর (৬৫) নামে এক মাদরাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খানসামা প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হুজুর খানসামা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী কয়েকদিন আগেও হজ্ব পালন করে এসেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে চাইলেও তিনি যেতে চাননি। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি মানসিক রোগী ছিলেন। এ বিষয়ে একটি ইউডিডি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএ)

মন্তব্য করুন