ধামইরহাটে সাহিত্য মেলার সমাপ্তি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২:০৬ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৩, ১১:৫৭

নওগাঁর ধামইরহাটে দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে গত সোমবার। মঙ্গলবার বিকালে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এদিন কবিদের আড্ডায় মুখরিত হয় উপজেলা সাহিত্য মেলা।

বিকাল সাড়ে চারটায় ধামইরহাট সরকারি এমএম কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় ও অতিথি লেখকদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করেন নওগাঁর ধামইরহাট পত্নীতলা-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।

এর আগে সোমবার দুপুরে উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। এদিন কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিকসহ স্থানীয় গুণী ব্যক্তিদের মধ্যে উত্তরীয় পরিয়ে দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এমপি শহীদুজ্জামান সরকার ঢাকা টাইমসকে বলেন, ‘দুঃখ এবং সুখ কে এক রশিতে আনা এক মালাই গ্রথিত করা এটাই সাহিত্যের কাজ। কবি সাহিত্যিকরা মানুষের প্রতি মানুষের ভালোবাসা অনুভূতির দুয়ারটাকে খুলে দেয়। অনুভূতি ছাড়া একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। সেটি তীব্র হতে পারে, বাস্তব হতে পারে, কল্পনা হতে পারে আবার সৃষ্টিও হতে পারে। যা কবি ও সাহিত্যিকদের কলমের তুলিতে ফুটে ওঠে।‘

উপজেলা সাহিত্য মেলার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে এই প্রথম ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি সাহিত্যিকরা খুঁজে পায় নীড়। কবিরা একে অপরের প্রতি আবেগে জড়িয়ে পড়েন। তরুণ ও প্রবীণ কবি সাহিত্যিকরা সৃষ্টির উন্মাদনায় মেতে উঠেন। শুরু হয় কবি ও কবিতার আড্ডা। এ সময় স্থানীয়, অতিথি কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিকদের গদ্য, ছোট গল্প ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে উপজেলা সাহিত্য মেলাটি যেন মিলন মেলায় পরিণত হয়।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ঢাকা টাইমসকে বলেন, ‘উপজেলা পর্যায়ে কবি সাহিত্যিকদের নিয়ে এর আগে এমন করে কেউ কখনই ভাবেনি। সাহিত্য মেলায় সাহিত্য সংগঠনের উপস্থিতি জরুরি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কবিতা চর্চা এবং দেয়ালিকা পত্রিকা প্রকাশ করা ভীষণ প্রয়োজন। এতে করে নতুন লেখক তৈরি হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, বাংলা একাডেমীর সমন্বয়ে আবহমান বাংলার ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতিকে ধারণ, লালন, সংরক্ষণ ও বিকাশের প্রয়াসে উপজেলার তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দুইদিনব্যাপী ‘সাহিত্য মেলা আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় কবি ও সাহিত্যিকদের প্রকাশিত গ্রন্থের উন্মুক্ত বুক স্টলের ব্যাবস্থা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কথাসাহিতিক আব্দুর রাজজাক বকুল, ‘শিল্প ও সাহিত্যের কাগজ‘পালকি সম্পাদক কবি অরিন্দম মাহমুদ, কবি ও আবৃত্তি শিল্পী আহমেদ হোসেন বাবু, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আশরাফুল নয়ন, সহ-সভাপতি কবি অনিন্দ্য তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন মোর্শেদ, কবি মারিয়া নূর, ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি আব্দুর রউফ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :