ডিএমপির তিন এডিসি-এসিকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) মো. নুরুজ্জামানকে বঙ্গভবন নিরাপত্তা প্রটেকশন বিভাগে, ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে পিওএম দক্ষিণ বিভাগে এবং সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল উত্তর-পূর্ব হিসেবে পদায়ন করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসএস/এফএ)