ঢাবিতে বিএনসিসি ক্যাডেটদের সপ্তাহব্যাপী ক্যাম্পিং

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৩, ২২:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের নিয়ে ১ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বিএনসিসির রমনা রেজিমেন্টের তত্ববধানে বিশ্ববিদ্যালয়ের রুমি ভবন ও শরীরচর্চা কেন্দ্রে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হয়ে বুধবার (২৩ আগস্ট) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এ ক্যাম্পের সমাপ্ত হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ এবং তেজগাঁও কলেজসহ মোট ৭টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এছাড়াও, বিভিন্ন প্লাটুনের পিইউও (প্লাটুন আন্ডার অফিসার), সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার), আর্মি অফিসার এবং প্লাটুনের স্টাফরা অংশ নেন।

সপ্তাহব্যাপী ক্যাম্পে ক্যাডেটদের শারীরিক ও বুদ্ধিভিত্তিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান এবং সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া উপস্থিত বক্তৃতা, ভলিবলসহ অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

ক্যাম্পের সমাপনী বক্তব্যে বিএনসিসি রমনা রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর মো। আসাদুজ্জামান (মেজর জামান) বলেন, সকল ক্যাডেট, পিইউও, স্টাফ এবং উপস্থিত সকলের সহযোগিতায় আমরা আমাদের ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই সফলতায় ক্যাডেটদের অবদান সবচেয়ে বেশি। তারা সকল ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং তা সম্পূর্ণ করেছে। এসময় তিনি ক্যাডেটদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা 

বাবাকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান আকাশ

‘বছরব্যাপী বহু বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ বিস্তৃত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়’

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, সর্বোচ্চ ফি ৮৫০০

পূর্ণাঙ্গ কমিটি পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

বাসে জাবি ছাত্রী হেনস্তা: প্রতিবাদে ১৬ বাস আটক

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বুয়েটের মতো ‘রাইজ’ গঠনের উদ্যোগ নেওয়া দরকার: কামাল চৌধুরী

এই বিভাগের সব খবর

শিরোনাম :