বাবাকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান আকাশ

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ মে ২০২৪, ১৪:৫৬ | প্রকাশিত : ১৬ মে ২০২৪, ১২:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান। ওই শিক্ষার্থীর নাম ফতেহ আলী খান আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে এ শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রি করার জন্য সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

পোস্টে ফতেহ আলী খান আকাশ লিখেছেন, ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫ শতাংশ এ নেমে আসছে। জরুরি ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে পেইসমেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেইসমেকার লাগানোর মতো এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো, আব্বুকেও বাঁচাতে পারবো।’

ফতেহ আলী খান আকাশ বলেন, ‘বুধবার (১৫ মে) সকালে বাবাকে শেরে বাংলায় হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করাবো। সেখানে বাবার ট্রিটমেন্ট শুরু হবে। বাবার শরীরে পেস-মেকার লাগানোর কথা বলছেন চিকিৎসকেরা, কিন্তু এ মুহূর্তে পেস-মেকার লাগানোর মতো টাকা আমার কাছে নেই। সেজন্যই কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে আমার পোস্ট দেওয়া। আমার কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা করাতে চাই।’

এই স্ট্যাটাসের পর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে আকাশ বলেন, ‘ক্যাম্পাস থেকে এখনো প্রশাসন যোগাযোগ করেনি। তবে বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোটভাই সবাই কল দিচ্ছে। বাংলা বিভাগের এক শিক্ষকও খোঁজ নিয়েছেন।’

ফতেহ আলী খান আকাশ করোনা মহামারির সময় হাসপাতালে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গান শুনিয়ে জনপ্রিয়তা লাভ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তিনি তার গানের জন্যই জনপ্রিয়।

(ঢাকা টাইমস/১৬মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাকসু নির্বাচনের দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুবিতে চালু হলো অনলাইন ফি জমাদান কার্যক্রম

বাসচাপায় ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ফুটবল খেলার পর হৃদরোগে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সংস্কার প্রয়োজন: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

ঢাবির ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি ছাত্রশিবিরের

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঢাবিতে ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক কর্মশালা

নতুন উপাচার্য ও উপ-উপাচার্য পেল বশেমুরবিপ্রবি

পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শহীদুল ইসলাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :