ফুটবল খেলার পর হৃদরোগে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১১:২০
অ- অ+

হৃদরোগে মারা গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. মোস্তফা তারেক। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মোস্তফা তারেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইলের আলাদাতপুরে। পরিবারের বড় ছেলে ছিলেন তিনি। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, ‘ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, ‘তারেকখুবই আন্তরিক ও ভদ্র ছিল। আমি তাকে বিভিন্ন সংগঠনের ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন সৃজনশীল কাজ করতে দেখেছি। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘আমরা তারেকের অসুস্থতার খবর শুনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলি। ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর আমরা তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর ব্যবস্থা করি।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবি শিক্ষার্থীদের সনদ পেতে দপ্তরে-দপ্তরে ধরনা, অটোমেশনের দাবি
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে আহত আরও ২ জন
সিরাজগঞ্জে অস্ত্রসহ দুজন আটক
কক্সবাজারের চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা