রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৪৪| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:০৩
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ফরেনসিক প্রতিবেদন পরিবর্তনের চেষ্টার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন চিকিৎসক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা। সময় আন্দোলনকারীরা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডা. মাহমুদুল হক সরকার ডা. শরিফুল মণ্ডলের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করার পর দুপুরে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সময়ের উপাধ্যক্ষ মাহফুজুর রহমান। পুলিশ প্রশাসনের সঙ্গে মিলে তিনি শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেনসিক প্রতিবেদন বদলানোর জন্য চিকিৎসককে চাপ দেন। ছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্বেও ছিলেন তিনি।

আন্দোলনকারীরা জানান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করেছেন মাহফুজুর রহমান। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষসহ কোনো প্রশাসনিক পদে থাকতে পারবেন না। দাবি আাদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

অভিযোগ অস্বীকার করে ডা. মাহফুজুর রহমান দাবি করেন, আবু সাঈদ হত্যার ঘটনায় সঠিক ফরেনসিক প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলেন তিনি।

গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয় ডা. মাহফুজুর রহমানকে। এরই প্রতিবাদে আন্দোলনে নামেন চিকিৎসক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা