বাসচাপায় ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভোলার মোড় সংলগ্ন ঢাকা- কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হওয়ার ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন ববি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতু ও খয়রাবাদ সেতু অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধে অংশগ্রহণ করা শিক্ষার্থী আবির বলেন, ‘প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ ধরনের দুর্ঘটনায় ঘটছে কিন্তু আমরা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখছি না। আমাদের সবকটি দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের অবরোধ চালিয়ে যাবো।’
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো চাপা দেওয়া বাস নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক-হেলপারসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, সড়কে স্পিডব্রেকার স্থাপন, ফুটওভার ব্রিজ নির্মাণ করা। এসব দাবি দ্রুত পূরণের জন্য মহাসড়ক অবরোধ করেন বলে জানান শিক্ষার্থীরা।
(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

মন্তব্য করুন