বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় শিক্ষার্থী নিহত

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৬| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:৫২
অ- অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ভোলার মোড় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা ফৌজিয়া মিম৷ তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী এক ফলের দোকানি বলেন, গাড়ির গতি অনেক বেশি ছিল। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু বাসটি তার উপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝে পড়ে যায়। তাও চালক গাড়িটি থামায়নি। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

পরে নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী ঘাতক বাসটি শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা