আখাউড়ায় শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৫৮
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের স্থায়ী বরখাস্তসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আখাউড়া-আগরতলা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, মোছা. সেলিনা বেগম ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করেন। ঠিকমতো ক্লাস করান না। শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার মানসিক চাপে বিদ্যালয়ের ভূমিদাতা সাবেক সভাপতি আবুল বাশার ওরফে মো. মোবারক হোসেমের মৃত্যু হয়েছে।

বিদ্যালয়ের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সেলিনা বেগমকে বরখাস্ত করে অবিলম্বে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষক কমিটির সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি করে শিক্ষার্থীরা।

অষ্টম শ্রেণীর এক ছাত্রী অভিযোগ করে বলে, ‘শিক্ষক সেলিনা বেগম ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। অভিভাবকদের সাথেও খারাপ ব্যবহার করেন। আমরা তাকে চাই না। তার পদত্যাগ চাই। অবিলম্বে একজন প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানাই।’

বিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. নজরুল ইসলাম বলেন, সেলিনা বেগম কথায় কথায় মামলা করে দেন। শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। আমরা মামলা সামলাব নাকি পাঠদান করব।’

বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটি বিভিন্ন অভিযোগে গত জুলাই মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এরপর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত রয়েছেন। হঠাৎ করে গত সোমবার তিনি বিদ্যালয়ে যান। নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা