পটুয়াখালী মিতালী সংসদে দাবা লিগের উদ্বোধন করলেন পৌর মেয়র মহিউদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১৭:৫৬| আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৮:১৯
অ- অ+

পটুয়াখালীতে কাটপট্টি এলাকাস্থ মিতালী সংসদ কার্যালয়ে দাবালিগ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

মিতালী সংসদের আজীবন সদস্য পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ গত শুক্রবার করেন প্রধান অতিথি হিসেবে এ দাবালিগ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ নাসির। পরিচালনায় ছিলেন আব্দুর রব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনম আমিনুল হক মামুন, আজীব সদস্য শম দেলোয়ার হোসেন দিলিপ, সদস্য মশিউর রহমান রেজা, কাউন্সিলর এসএম ফারুক মৃধা, সদস্য মো. সাঈদ তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন, সাবেক মহিলা কাউন্সিলর সিমা রানী সরকার, পবিত্র কুমার দে, আবুল হোসেন আবু দা, মিলন রায়, তপন কর্মকারসহ সদস্যবৃন্দ।

এ দাবালিগ টুর্নামেন্টে ২৮ জন দাবারু অংশগ্রহণ করবে বলে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সৈয়দ নাসির জানান।

মেয়র মহিউদ্দিন আহম্মেদ পৌর এলাকার ছাত্র ও যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মিতালী সংসদের অবকাঠামোর উন্নয়নে জরাজীর্ণ মিতালী সংসদটি দ্বিতল ভবনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা