সৈয়দপুরে বাসের ধাক্কায় জুটমিল শ্রমিকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১১:৩০| আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:১৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহীর নাম সামসুল হক (৬০)। তিনি বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট বড়বাড়ি এলাকার মৃত্যু তবির উদ্দিন ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুল হক সৈয়দপুর পপুলার জুটমিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে অপরদিক থেকে আসা সাইকেল আরোহী সামসুল হককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: বিএনপি
অনলাইন নিউজ পোর্টালের জন্য যেসব সুপারিশ করেছে সংস্কার কমিশন
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা