চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডাব্লিউ.এফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন সভাপতি আব্দুল ওয়াহেদ।
শনিবার দুপুরে বড় ইন্দরা মোড়ে চেম্বারের অনিয়ম নিরসন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব অভিযোগ তোলেন তারা।
আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ নিজের ভোট বাণিজ্যের জন্য নিজস্ব অর্থায়নে নিজ বলয়ের লোকসহ অব্যবসায়ীদের চেম্বারের সদস্য করেছেন এবং নির্বাচন করেছেন। এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুষ্ঠিত চেম্বারের নির্বাচন ও অব্যবসায়ীদের সদস্যপদ বাতিল করতে আলোচনা সভায় জোর দাবি জানানো হয়। চেম্বারের সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগেরও দাবি জানান তারা।
আই.বি. ডাব্লিউ. এফ এর সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, আবু জার গিফারী, ব্যবসায়ী নেতা রাইহানুল ইসলাম লুনা ও আমিনুল ইসলাম সেন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।
তবে তাদের এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি ঢাকা টাইমসকে বলেন, যারা অভিযোগ তুলছেন তারা আওয়ামী লীগের দোসর। আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়ে এখন এসব ভিত্তিহীন অভিযোগ করছেন।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

মন্তব্য করুন