মাদারীপুরে বসতঘর থেকে ফের গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১
অ- অ+

মাদারীপুরের শিবচরে এক কৃষকের বসতঘর থেকে আবারো একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। টেলিভিশনের সংবাদে গ্রেনেড দেখে চিনতে পেরে প্রায় ৬ মাস নিজের ঘরে রাখা গ্রেনেড সদৃশ বস্তু পুলিশের হাতে তুলে দিতে ৯৯৯ এ খবর দেয় পরিবারটি।

পরে শুক্রবার রাত ১০টার‌ দি‌কে ওই বাড়িতে পুলিশ গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এরআগে গত ৩ জুলাই একই উপজেলার সন্ন্যাসীরচরের একটি বসতঘর থেকে আরও একটি গ্রেনেড উদ্ধারের পর গত ৩১ আগস্ট পু‌লি‌শের বোম ডিসপোজাল ইউনিট তা ধ্বংস করে।

এ বিষয়ে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়িতে গেলে পরিবারের লোকজন গ্রেনেড সদৃশ একটি বস্তু আমাদের কাছে দেয়। আমরা বালতির মধ্যে বালু চাপা দিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে হেফাজতে রেখেছি।

তিনি আরও বলেন, প্রায় ৫/৬ মাস আগে শিশুরা খেলতে গিয়ে একটি ঝোপের মধ্যে এটি পেয়েছিল। পরে মিজানুরের কলেজ পড়ুয়া মেয়ে বস্তুটি চিনতে না পেরে ঘরে রেখেছিল। আজকে টেলিভিশনের সংবাদ দেখে গ্রেনেড চিনতে পেরে তারা পুলিশে খবর দিয়েছিল।

(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদঘাটনে সহায়তার আহ্বান
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা