কবিরাজের রুটি পড়া খেয়ে হাসপাতালে ভর্তি ব্যবসায়ী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে কথিত কবিরাজের রুটি পড়া খেয়ে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন।

রবিবার সকালে কালকিনির রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ দিন আগে কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে চুরি হয়। এ ঘটনায় পাশের দোকানি জাহিদুলকে দায়ী করা হয়। এতে তীব্র প্রতিবাদ জানান জাহিদুল। পরে রবিবার সকাল ১০টার দিকে বাজারের পাশে একটি মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় রুটি পড়া খাওয়ার। উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে কথিত কবিরাজের দেয়া একটি করে রুটিপড়া খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে অসুস্থ হয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করেন কালকিনিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ ব‌্যাপা‌রে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। কথিত কবিরাজের কাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা