নোয়াখালীতে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে রুবেল নামের এক অটোরিকশা চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের সময় সুলতান আহমেদ ছোটন নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোরিকশা চালক মো. রুবেল কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত ফখরুল ইসলামের ছেলে। আটককৃত সুলতান আহমেদ ছোটন একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার ৩ নং ওয়ার্ডের মৃত মো. হানিফের ছেলে।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ছিনতাইয়ের ঘটনায় ছোটন সহ আমরা দুজনের নাম পেয়েছি।
ওসি আরও বলেন, অটোরিকশা চালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে গণপিটুনির শিকার ছিনতাইকারীকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন