মঙ্গলবার তৃণমূল বিএনপির সম্মেলন, শমসের মবিন চেয়ারম্যান, তৈমুর মহাসচিব!

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। মহাসচিব হচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের বহিষ্কৃত সদস্য তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে দলটিতে যোগ দিতে যাচ্ছেন তারা।
জানা গেছে, তাদের দুজনকে চেয়ারম্যান ও মহাসচিব করা হচ্ছে তৃণমূল বিএনপির।
ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক প্রয়োজনীয় প্রস্তুতি করা হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং ক্ষোভ-অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাও তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন। এ তালিকায় বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারও রয়েছেন। এর আগে বর্তমান জাতীয় সংসদে তিনি বিএনপির এমপি ছিলেন। আন্দোলনের অংশ হিসেবে গত ডিসেম্বরে বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপনির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত নাজমুল হুদার কন্যা অন্তরা হুদা ঢাকা টাইমসকে বলেন, ‘শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার আমাদের দলে যোগ দিচ্ছেন। তারা একটা ভালো পদে থাকবেন।’
বিএনপিকে ভাঙার কোনো ইচ্ছা তাদের নেই বলে জানান তিনি।
নাজমুল হুদার মৃত্যুর পর তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা।
বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার বিষয়টি স্বীকার করে ঢাকা টাইমসকে বলেন, ‘১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপির সম্মেলনে আমি যাব এবং যারা দলটি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং বিএনপি যাদের প্রতি অবিচার করেছে তাদের সবাইকে সেখানে আসার আহ্বান জানাচ্ছি।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

নির্বাচনে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি নানকের

নির্বাচনি ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চেয়ে আ.লীগের বিজ্ঞপ্তি

পদত্যাগ করুন, নয়ত জনগণ আপনাদের স্যাংশন দেবে: সরকারকে টুকু

প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদেরকে রাস্তায় নামতেই হবে: দুদু

ভিসা নীতি নিয়ে আমেরিকার সঙ্গে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের

পরিবারের পছন্দমতো খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়ার দাবি জামায়াতের

এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের মতবিনিময় সভা

ভোটচুরিতে জড়িতদের নাম তালিকাভুক্ত করুন, প্রকাশ করব: বিএনপি নেতাকর্মীদের আমীর খসরু
