আ.লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:১০

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শেখ হাসিনা সরকার গণমাধ্যমবান্ধব সরকার, বঙ্গবন্ধুর কন্যা যখনই সরকার গঠন করেছে গণমাধ্যমের উন্নয়নে কাজ করেছে।

সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিডি সমাচার ২৪ ডটকম’এর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। এখন দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে পেট ভরে খেতে পারে, বাঁচার নিশ্চয়তা পায়। বঙ্গবন্ধুর কন্যা ছাড়া দেশের মানুষ কারো ওপর ভরসা পায় না, একমাত্র তার ওপরই ভরসা পায়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি হয়েছে।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, সবাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। এর মাধ্যমে সত্য তুলে ধরুন। বিডি সমাচার টুয়েন্টিফোর ডটকম সত্য সংবাদ পরিবেশন করে বস্তুনিষ্ঠতা ধরে রাখছে। বিডি সমাচার সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ও সত্য প্রকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে।

প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, গণমাধ্যম অধিকার নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার। আমরা গণমাধ্যম, তথ্য ও তথ্য-প্রযুক্তির বিকাশে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছি। বঙ্গবন্ধু গণমাধ্যমের অধিকার নিশ্চিত করেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে।

মায়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ স্বাধীনতাকামী মানুষের অধিকার আদায় ও শোষণ-নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণে সব সময় অনুপ্রেরণা জোগাবে। বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন।

উদ্বোধকের বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমের প্রধান উপদেষ্টা বাবু সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ ডিজিটাল ভাবে অনেক এগিয়ে যাচ্ছে। যার প্রতিফলন আমাদের আজকের সময়ের এসব স্বাধীন অনলাইন গণমাধ্যম। দেশে গণমাধ্যমের সংখ্যা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে। যেই অশুভ শক্তি আমাদের উন্নয়নের ধারাকা থামিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অশুভ শক্তির বিরুদ্ধে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাই।

অনুষ্ঠানে বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদক মো.মহসিন হোসেনের সভাপতিত্বে এবং চিফ রিপোর্টার আব্দুর রাজ্জাক খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :