সাভারে প্রধানমন্ত্রীর জন্মদিনে একমঞ্চে আ.লীগের তিন মনোনয়ন প্রত্যাশী

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৪| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৫
অ- অ+

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারের নবীনগরে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে আশুলিয়া থানা আওয়ামী লীগ।

তবে এই কর্মসূচি আলাদা নজর কেড়েছে আগামী নির্বাচনে ঢাকা-১৯ (সাভার, আশুলিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী তিনজনেক একমঞ্চে দেখে।

বৃহস্পতিবার সাভারের নবীনগর এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

আওয়ামী লীগের এই তিন নেতাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে দলীয় মনোনয়ন নিয়ে এমপি প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন। এরই মধ্যে আলাদাভাবে তাঁরা নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। এদের মধ্যে এই আসনের পরপর দুইবারের সংসদ সদস্য ও বর্তমান সংসদের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বছরখানেক আগ থেকেই দল ও নিজের পক্ষে ভোট চাইছেন।

অন্যদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন গত নির্বাচনেও এমপি পদে দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করেননি। এবার আগেভাগেই তিনি মাঠে নেমে গেছেন। এ ছাড়া আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামও কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে বিশাল সংবাদ সম্মেলন করে এমপি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। এরই মধ্যে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগও করেন তিনি।

এদিকে নির্বাচনী প্রচারণা শুরুর পর এই প্রথম তিন নেতা এক মঞ্চে উপস্থিত হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা যায়। এবং যার যার অবস্থান থেকে নিজেদের পছন্দের নেতার হয়ে স্লোগান দিতেও দেখা যায়।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা