‘অপরাধী যেই হোক কাউকে ছাড় নয়’, শীর্ষ সন্ত্রাসীদের মনিটরিং করতে নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেয়া হয়েছে। অপরাধী ছোট হোক বা বড় হোক, কাউকে ছাড় নয়।’ সোমবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে সন্ত্রাসীরা করতে না পারেন সেদিকে কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি হয়ে থাকে। আসছে নির্বাচনে যাতে কেউ বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ অস্ত্রের ঝনঝনানি করতে না পারে, অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে ডিএমপির পুলিশ সদস্যদের যথেষ্ট সাহস ও শক্তি রয়েছে।’
‘রাজধানীকে নিরাপদ রাখতে যা যা করা প্রয়োজন সবকিছুই করবে ডিএমপি’- যোগ করেন কমিশনার। (ঢাকাটাইমস/০২অক্টোবর/এসএস/এফএ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

ইউএনওদের বদলির তালিকা আজকের মধ্যেই করা হবে: প্রতিমন্ত্রী

অবরোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে র্যাব-বিজিবি

সশস্ত্র বাহিনীর ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে

সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

অবরোধ: সারা দেশে র্যাবের ৪৩৫ টহল দল মোতায়েন

ময়মনসিংহ ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক

ডিএমপির দুই এসিকে বদলি

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো হুমকি দেখছি না: আইজিপি
