মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৩, ১৭:০১

টাঙ্গাইলের মির্জাপুরে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর গ্রামের মো. শাহ আলম (৩৪) ও তার স্ত্রী বাসরী খাতুন (২৮)।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকার জনৈক ডা. মোতালেব হোসেনে বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক কারবারি করে আসছিলেন। গোপন খবরে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ (দক্ষিন) ওসি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গোড়াই বটটেকি এলাকার মদিনা নূরানী মাদরাসা অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের সামনে অবস্থান নেয়। বিকালে ৪টার দিকে সেখান থেকে স্বামী-স্ত্রীকে আটক করে দেহ তল্লাশি করা হয়।

এসময় শাহ আলমের কাছ থেকে ২০০ পিস ও স্ত্রী বাসরী খাতুনের ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মির্জাপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওসি হেলাল উদ্দিন পিপিএম সঙ্গে কথা হলে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/০৫অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :