প্রতারক হানিফের বিরুদ্ধে অস্ত্র মামলা করবে র্যাব

র্যাবের হাতে গ্রেপ্তার প্রতারক আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করবে র্যাব।
রাজধানীর ভাটারা থানায় এ মামলার প্রস্তুতি চলছে। র্যাব-১ এর একজন কর্মকর্তা বাদী হয়ে বুধবার মামলাটি করবেন। মামলা হওয়ার পর নিফ মিয়াকে আজই আদালতে তোলা হবে।
একইদিন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
খন্দকার মঈন বলেন, ‘প্রতারক হানিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে। তাকে কিছু সময়ের মধ্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরই মধ্যে তাকে নিয়ে র্যাব থানার উদ্দেশ্যে রওনা হয়েছে। অস্ত্র আইনে মামলার পর তাকে আদালতে তুলবে পুলিশ।’
হানিফ মিয়া প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হবে কিনা জানতে চাইলে মঈন বলেন, ‘তার মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন এমন কোনো ভুক্তভোগী নেই। আর র্যাব সরাসরি প্রতারণার মামলা করতে পারে না। এজন্য আপাতত অস্ত্র আইনেই মামলা হবে।’
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের মিথ্যা পরিচয় দেওয়া হানিফ মিয়া বিভিন্ন সময় অনেককে চাকরি দিয়েছেন। এছাড়া ঊধ্বর্তন অনেককে তিনি গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য টাকা নিয়েছিলেন। এর আগেও হানিফ মিয়া দুটি অস্ত্র ও একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। আর অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। যার মধ্যে আছে- বাস (তুষার পরিবহণ), জমি, ফ্ল্যাট, প্রাইভেট কারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান করেছে।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএস/এফএ)

মন্তব্য করুন