শক্তি ফাউন্ডেশনের সিন্ডিকেটেড টার্ম লোনের সমাপনী অনুষ্ঠান
শক্তি ফাউন্ডেশন, বাংলাদেশের নেতৃস্থানীয় একটি এনজিও হিসেবে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এর জন্য সাফল্যের সঙ্গে ৩০০ কোটি টাকার (আপসাইজ ৫০০ কোটি টাকা) সিন্ডিকেটেড টার্ম লোনের চুক্তি সম্পন্ন করেন।
এই সিন্ডিকেট লোনের লিড অ্যারেঞ্জার ছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি।
এ ঋণ সুবিধার উদ্দেশ্য ছিল মাইক্রো এন্টারপ্রাইজ, ক্ষুদ্র এবং কৃষি ঋণ প্রদানের মাধ্যমে নিম্ন আয়ের নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে শক্তিকে সহায়তা করা। এই অসাধারণ অর্জন উদযাপনের জন্য, গত সোমবার (২৩ অক্টোবর) হোটেল শেরাটন, ঢাকায় একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো. ফসিউল্লাহ।
এছাড়াও শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, পিএইচডি; ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং অন্যান্য অংশীদারি ৯টি শীর্ষস্থানীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ব্যাংকিং সুবিধা বহির্ভূত উদ্যোক্তাদের মূলধন নিশ্চিত এবং তাদের জীবিকা অর্জনে সহায়তা করতে ব্যাংক এবং মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, পিএইচডি চুক্তিটি সম্পন্ন করার জন্য ব্যাংকগুলিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এটি শক্তি ফাউন্ডেশনের সুবিধাভোগী নারীদের উদ্যোক্তা, পরিবর্তনের ধারক এবং নেতৃত্বদানকারী হিসেবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, দেশের মানুষের উন্নয়নে শক্তি ফাউন্ডেশন পুরো উদ্যমে কাজ করে যাচ্ছে। তিনি শক্তি ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ বলেন, শক্তি মানেই নারীশক্তি। শক্তি ফাউন্ডেশন নারী অগ্রগতির সারথি হয়ে সুবিধাবঞ্চিতদের সাহস যুগিয়ে যাচ্ছে। তিনি এই সকল সুবিধা বঞ্চিত মানুষের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সকল ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
(ঢাকা টাইমস/২৮অক্টোবর/এসএ)
মন্তব্য করুন