শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ১৭:২৬

গাজীপুরের শ্রীপুরে আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাতুল মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্মারক লিপি দিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক আব্দুস ছালাম রানার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুল হাসান হান্নান, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, কালেরকণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, ভোরের সময়ের শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন ও এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার প্রমুখ।

এসময় দেশ রূপান্তরের শ্রীপুর প্রতিনিধি মো. রেজাউল করিম সোহাগ, আলোকিত বাংলাদেশের শ্রীপুর প্রতিনিধি মোশাররফ হোসাইন তযু, মানবকণ্ঠের শ্রীপুর প্রতিনিধি সিহাব খান, সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন ও সাংবাদিক আব্দুল আজিজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক রাতুল মন্ডলের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/পিএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :