তিন রোহিঙ্গার পেটে মিলল ৪ হাজার ইয়াবা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ২১:৫২
অ- অ+

ফেনীতে তিন রোহিঙ্গা নাগরিকের পেট থেকে ৪ হাজার পিস ইয়াবা বের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।

ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

আটক তিনজন হলেন - কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মো. সাগর (১৯), স্ত্রী সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন জানান, নিয়মিত টহল অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটি থামিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা তাদের সঙ্গে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। পরে পুলিশ তাদেরকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করায়। এক্সরে প্রতিবেদন সামনে এলে তারা পুলিশের কাছে ইয়াবার কথা স্বীকার করে।

আটকরা জানায়, তারা সিন্থেটিকে মোড়ানো ইয়াবাগুলো কলার মাধ্যমে সেবন করেছিল। পরে গন্তব্যে পৌঁছে পায়ুপথ দিয়ে সেগুলো বের করে পরিষ্কার করে যথাস্থানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ নারীসহ তিন জনকে আটকের পর ফেনী জেনারেল হাসপাতালে এক্সরে করে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করা হয়।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা