হবিগঞ্জে মিনিট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৬
অ- অ+

হবিগঞ্জের শাযেস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা দুই যাত্রী। বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক স্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)।

আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিলেট থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক জাহাঙ্গীর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অক্সফাম ও ওয়াটারএইড ‘অনির্বাণ –রাইজ অ্যান্ড লিড’ শীর্ষক  উদ্যোগ চালু করল
সুপ্রিম কোর্টে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, নিরাপত্তা জোরদার
সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে প্রক্সি দলিল লেখকের দাপট
বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিল ছাত্র-জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা