নারায়ণগঞ্জে বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১১:২৮ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ১০:২৪

সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে সকালে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় শহরের আলি আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বের হওয়া ওই মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলাম।

আহতরা হলেন, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল, সাইফুল ইসলাম, রেজাউল করিম, রোকন আহম্মেদসহ ২০ জন।

হাফিজুল ইসলাম জানান, ‘ হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু আমাদের মিছিলে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন৷'

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের অসুবিধা হওয়াতে মিছিলে সামান্য লাঠিচার্জ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দিপক চন্দ্র দাস এ দাবি করেন৷

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :