শ্রম আদালতে ড. ইউনূস, যুক্তিতর্ক উপস্থাপন শুরু

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতে হাজির হয়েছেন। তার উপস্থিতিতেই যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি চলছে বলে আদালত সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে গত ৯ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য আদালতে আইনজীবীর মাধ্যমে তুলে ধরেন তিনি। ওই বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন ড. ইউনূস।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার পরিচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়। গত ২২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৪ জন সাক্ষী রয়েছেন।(ঢাকাটাইমস/১৬নভেম্বর/আরআর/এফএ)

মন্তব্য করুন