সালথায় ট্রাকচাপায় গরু খামারির মৃত্যু

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৮
অ- অ+

ফরিদপুরের সালথায় বাজারে দুধ বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মো. নজরুল মাতুব্বর (৪৫) নামে এক গরুর খামারির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর-সালথা সড়কের দরগাগট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মোজাহার মাতুব্বরের ছেলে। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক।

নিহতের পরিবার জানান, নজরুলের একটি গরুর খামার রয়েছে। তিনি প্রতিদিন সালথা বাজারে গিয়ে দুধ বিক্রি করেন। শুক্রবার সকালে সালথা বাজারে দুধ বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নারানপুর মোড়ে পৌঁছালে ফরিদপুর দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে নজরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা