সালথায় ট্রাকচাপায় গরু খামারির মৃত্যু

ফরিদপুরের সালথায় বাজারে দুধ বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মো. নজরুল মাতুব্বর (৪৫) নামে এক গরুর খামারির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর-সালথা সড়কের দরগাগট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মোজাহার মাতুব্বরের ছেলে। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক।
নিহতের পরিবার জানান, নজরুলের একটি গরুর খামার রয়েছে। তিনি প্রতিদিন সালথা বাজারে গিয়ে দুধ বিক্রি করেন। শুক্রবার সকালে সালথা বাজারে দুধ বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নারানপুর মোড়ে পৌঁছালে ফরিদপুর দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। এতে নজরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।(ঢাকা টাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন