৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে পশুর নদীতে কার্গো ডুবি

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ২০:০৬
অ- অ+

মোংলা বন্দরের পশুর নদীতে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ নামে কার্গোটি ডুবে যায় বলে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান।

তবে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবায় বন্দরের মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে পণ্য ওঠানামার কাজ বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মাইনুল ইসলাম মিন্টু ও কার্গোটির মালিক মো. বশির হোসেন জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থান করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়া উদ্দেশে রওনা হয়। সকালে পশুর নদীর পূর্ব পাড়ের অংশের ডুবোচরে আটকে যায়। এতে তলা ফেটে গেলে কার্গোটি ডুবে যায়।

ভাটায় কার্গোটির সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় বেশিরভাগ অংশই ডুবে থাকে।

কার্গোতে থাকা ১২ জন স্টাফ সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হন জানিয়ে বশির হোসেন বলেন, ডুবোচরে আটকে তলা ফেটে গেলে চালক দ্রুত জাহাজটি চরকানার চরে উঠিয়ে দিলেও শেষরক্ষা হয়নি।

এতে জাহাজসহ পরিবহন করা কয়লা নষ্ট হয়ে বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন বশির।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা