ফরিদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরের ট্রেনে কাটা পড়ে আহমেদ শেখ (৮০) নামে একজন শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস সকাল ৯টায় সদর উপজেলার অম্বিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ শেখ অম্বিকাপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানান, আহমদ শেখ সকালে অম্বিকাপুর রেল লাইনের পাশে যায়। সেখানে ঘোরাফেরা করে রেললাইন পার হওয়ার সময় ভাঙ্গা হতে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন।
কোতোয়ালি থানার এসআই মো. মাহাবুব জানান, পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে একজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। সকালের দিকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাঙ্গা থেকে রাজবাড়ীর উদ্দেশে রওনা হয়ে অম্বিকাপুর এসে এক বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন