টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উঠান বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজীবাড়ী এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মো. মোতাহার হোসেন বাদলের সঞ্চালনায় এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড, থানা, মহানগরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
এসময় সবার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যে সম্মান, ভালোবাসা আমাকে এবং আমার পরিবারকে দিয়েছেন, তার প্রতিদান কখনোই পরিশোধ করা সম্ভব নয়। আমি সব সময় আপনাদের ভালোবাসার রাসেল হয়েই থাকতে চাই। আমি গাজীপুরের উন্নয়নে যা কিছু করেছি, কেবলমাত্র আপনাদের ভালোবাসায় করেছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের সময় অনেকেই খুব সুন্দর ও লোভনীয় আশ্বাস দিয়ে থাকেন। আপনারা কারও কথায় দ্বিধা-দ্বন্দে না পড়ে কেবল নৌকাতেই ভরসা রাখুন।’
তিনি এও বলেন, ‘কিছু কুচক্রী মহল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা সবাই মিলে তাদের শক্ত হাতে দমন করবো এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।’
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)

মন্তব্য করুন