বগুড়ায় খড়বোঝাই নছিমনে আগুন

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ২১:৫৪
অ- অ+

বগুড়ার কাহালুতে খড়বোঝাই নছিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কের ডিপতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পে‌য়ে রাত ৮টায় দুপচাঁচিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নেভায়।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, ঘটনার আগে তালোড়া দিক থেকে দু-তিনটা মোটরসাইকেলে চড়ে কয়েকজন এসে খড়বোঝাই নছিমনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে দুপচাঁচিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার কবির উদ্দিন দেওয়ান ব‌লেন, আগুন নেভানোর পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে ছিলাম আমরা। কিন্তু নছিমনের চালক বা মালিক কাউকে পাওয়া যায়নি। পরে আমরা চলে আসি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আগুনে নছিমনের কোনো ক্ষতি হয়নি, শুধু খড় পুড়েছে। নছিমনের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা