বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল নিয়ে কমিশন আলোচনা করবে: ইসি হাবিব

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২০:০১| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২০:৩৭
অ- অ+

বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল নিয়ে কমিশন আলোচনা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান। বলেন, দেশের জনগণও চায় নির্বাচনে শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ।

শনিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অতীত থেকে শিক্ষাগ্রহণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে চায় জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শতভাগ সহায়তায় সুন্দর নির্বাচন দিতে চাই। ভোটাররা ভোট কেন্দ্র পর্যন্ত আসছে কি না, বাধাগ্রস্ত হচ্ছে কি না এবং সঠিকভাবে ভোট দিতে পারছে কি না এসব বিষয় খেয়াল রাখার ওপরও জোর দেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার ভোট দিয়ে যদি সাংবাদিকদের কাছে বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। তবে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশিশক্তির প্রভাব চলছে এমনটা বললে সব কিছুই জিরো হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে জানিয়ে আহসান হাবিব খান বলেন, ‘আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, পিরোজপুরের পুলিশ সুপার মো. শফিউর রহমান ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার নির্বাচন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা