অবরোধের শেষদিন: মহাসড়কে বেড়েছে গণপরিবহন ও যাত্রীর উপস্থিতি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:১১

এক দফা দাবি আদায় ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও তাদের সমমনা দলের সপ্তম বারের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির শেষ দিনে প্রভাব না পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে গণপরিবহন ও যাত্রীর চাপ। যান চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

সোমবার সকালে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এবং শিমরাইল মোড় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, অবরোধের শেষ দিনে মহাসড়কে তেমন কোনো প্রভাব পড়েনি। যাত্রীর উপস্থিতি বেশি থাকায় বাসস্ট্যান্ডগুলোতে বাসগুলোকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও দেখা যায়নি।

গাড়ি চালকরা জানান, সকাল থেকে সড়কে কোনো ঝামেলার সম্মুখীন হননি তারা। স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন।

তবে পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারা জানান, বড় কোনো দুর্ঘটনার খবর না পাওয়ায় নির্ভয়ে বাসা থেকে বের হয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি হওয়ায় নির্ভয়ে যাতায়াত করছে তারা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন বলেন, যানচলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত অবরোধে কোনো প্রভাব পড়েনি। আমরা মহাসড়কে সার্বক্ষণিক কাজ করছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঢাকা টাইমসকে জানান, সড়কে যানচলাচল স্বাভাবিক আছে। জনগণের জানমাল রক্ষার্থে আমরা সকাল থেকে মহাসড়কে অবস্থান করছি। নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে প্রস্তুত রয়েছে।

(ঢাকা টাইমস/২৭ নভেম্বর/পিএস/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :