উপকূলে ৪ লাখ কৃষককে সেবা দিতে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৭

সাতক্ষীরার সুন্দরবন এলাকায় নদীসহ প্রান্তিক উপকূলের চাষিদের জন্য সরকারের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার দুইদিন ব্যাপী সাতক্ষীরা উপ কেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাদের দুইদিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ তৌহিদীন ভূইয়া। প্রশিক্ষণ প্রদান করেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানসহ জেলা বিভিন্ন প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, নব উদ্ভাবিত লবণাক্ত সহনশীল ফসল ও প্রযুক্তি একই সঙ্গে উচ্চমূল্যের ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে বিশদ ধারণা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণে। সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিকেবিএসপিএডিপি’র অধীনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যা জেলার চার লক্ষাধিক কৃষককে উপযুক্ত চাষি হিসেবে প্রস্তত করবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :