চিত্রনায়িকা মাহিকে চেনেন না রাজশাহী-১ আসনের নৌকার প্রার্থী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪

দেশের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাকে এক নামে চেনে সবাই। রাজনীতির মাঠে নেমে এই নায়িকা দেশজুড়ে আরও বেশি আলোচিত হয়েছেন। সেই মাহিকেই নাকি চেনেন না রাজশাহী-১ আসনের নৌকার প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

ঘটনা হলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। কিন্তু সেখান থেকে দল মনোনয়ন দিয়েছে বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানকে। ফলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মাহি।

তবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নয়, মাহী নির্বাচনে লড়বেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকালে তিনি মনোনয়নপত্রও জমা দিয়েছেন।

এই আসন থেকে এবার আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তার বিপক্ষেই লড়বেন মাহী। এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, তিনি মাহীকে চেনেন না।

এই বিষয়কে নায়িকার কী মন্তব্য?

বৃহস্পতিবার বিকালে রাজশাহীর রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আমাকে চেনেন না, বিষয়টি দুঃখজনক। তিনি হয়তো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নেই। তাই চেনেন না।’

অন্যদিকে, তাকে স্বতন্ত্র প্রার্থী বলায় সেটিরও প্রতিবাদ করেন মাহি। নায়িকা বলেন, ‘আমাকে স্বতন্ত্র প্রার্থী বললে আমার কষ্ট লাগে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচন না করে তাই নির্বাচনে অংশগ্রহণ করছি।’

চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়ে রাজশাহীতে প্রার্থী হওয়া প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি আমার নানির বাড়ির এলাকা থেকে নির্বাচন করছি। এই এলাকার জনগনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। তাছাড়া চাপাইনবাবগঞ্জে অনেক প্রার্থী আছে। তাই এই এলাকা থেকে নির্বাচন করছি।’

গত বছরের ২৬ অক্টোবর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে মাহিকে দুটি পদ দেওয়া হয়। এর মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে মাহি পান যুগ্ম সাধারণ সম্পাদকের পদ এবং রাজশাহী বিভাগীয় কমিটিতে পান আহ্বায়কের দায়িত্ব। শুরু হয় রাজনীতিতে মাহির পথচলা।

মূলত ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের রাজনীতিক পরিবারের সন্তান রাকিব সরকারকে বিয়ে করার পর থেকেই রাজনীতির প্রতি মাহির আগ্রহ তৈরি হয়। নায়িকার শ্বশুর এবং স্বামী রাকিব বহুদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সেই সূত্রে তিনিও নেমেছেন রাজনীতিতে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

এই বিভাগের সব খবর

শিরোনাম :