যে কারণে আজ হাইকোর্টের সামনে মানববন্ধন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৬| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭
অ- অ+

আজ দুপুর ১২টায় হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে রাজপথের বিরোধী দল বিএনপি। আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচির তিন দিন আগে বিএনপি সমর্থক পেশাজীবীরাও একই কর্মসূচি পালন করতে যাচ্ছে।

কিন্তু হাইকোর্টের মতো একটি স্পর্শকাতর জায়গায় বিএনপির এই মানববন্ধনের উদ্দেশ্য কী?

এ প্রসঙ্গে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ঢাকা টাইমস জানতে পেরেছে, দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হয়রানি ও জামিনের বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই হাইকোর্টের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

আজ যখন আইনজীবীসহ বিএনপি সমর্থক পেশাজীবীরা হাইকোর্টের সামনে মানববন্ধন করবেন, প্রায় একই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা নাশকতার মামলার জামিন শুনানি হবে উচ্চ আদালতে।

হরতাল-অবরোধের ফাঁকে ফাঁকে ইস্যুভিত্তিক সমাবেশ, মানববন্ধনসহ কিছু জনসম্পৃক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এরই মধ্যে কারাবন্দি নেতাদের স্বজনদের ব্যানারে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ করেছে বিএনপি।

এদিকে, আজ চলছে বিএনপির ডাকা দশম দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। নির্দলীয় সরকার ছাড়া তারা নির্বাচনে না আসার ঘোষণাও দিয়েছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা