২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে আরও পাঁচ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩২ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ১১তম ধাপের অবরোধ চলাকালীন ঢাকাসহ সারাদেশে আরও পাঁচটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অগ্নিকাণ্ডগুলো ঘটে।

বুধবার দুপুরে সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অগ্নিকাণ্ডের শিকার যানবাহনগুলোর মধ্যে রয়েছে তিনটি বাস, একটি ট্রাক ও একটি পিকআপ। এসব ঘটনায় আগুন নেভাতে কাজ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিটের ৪০ জনের বেশি কর্মী।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে সময় পরিবহন নামে আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

একই দিন রাত সাড়ে ৯টায় মাগুরা সদরের কাচুন্দিতে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টায় আগুন দেওয়া হয় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে একটি ট্রাকে।

এছাড়া বুধবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে আজ বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ২৭৯টি অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে শুধু বাসই ১৭১টি। এছাড়া রয়েছে ১৫টি বিভিন্ন স্থাপনা। বাদ যায়নি রোগীবাহী অ্যাম্বুলেন্সও।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিচার শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :