সিলেট-৩: টিকে গেলেন আ.লীগ প্রার্থী, বাতিল হলো জাপা প্রার্থীর আপিল

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১১
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান

সিলেট- আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল চেয়ে জাপা প্রার্থীর করা আপিল বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে হাবিবুর রহমানের মনোনয়নের বৈধতা বহাল রেখেছে কমিশন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে ঘোষণা দেওয়া হয়।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট- (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।

আতিক তার অভিযোগে উল্লেখ করে বলেন, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক।

আইন অনুযায়ী দ্বৈত নাগরিক হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না। তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন তিনি।

(ঢাকাটাইমস/১৪ডিস্বের/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :