জামালপুরে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন খুশী বেগম 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১৭:৫৪| আপডেট : ১৫ মে ২০২৪, ১৮:০৮
অ- অ+

জামালপুরের ইসলামপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন খুশী বেগম নামে এক নারী। বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র ও এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে চিকিৎসারত অবস্থায় দুটি ছেলে ও একটি মেয়ের মৃত্যু হয়েছে ।

খুশী বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী। তিনি একজন গার্মেন্টস কর্মী। চারটি সন্তান গর্ভে ধারণ করেই গার্মেন্টসে কাজ করতেন। সম্প্রতি তিনি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে ৪ সন্তানের জন্ম হয়েছে। ঘটনাটি সত্যি। বাচ্চার ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজ রহমান তিন নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যে নবজাতকটি এখনো জীবিত আছে, সেও মুমূর্ষু অবস্থায় রয়েছে। তবে প্রসূতি খুশী বেগম সুস্থ আছেন বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১৫মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পীরগঞ্জে দেড় মাসের ব্যবধানে মা-মেয়েকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
দূষিত বায়ুর শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা, বায়ুমান ‘বিপজ্জনক’
লা লিগা: সেভিয়াকে উড়িয়ে দিল ১০ জনের বার্সেলোনা
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা