বানিয়াচংয়ে হাজতে আসামির আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬
অ- অ+

হবিগঞ্জের বানিয়াচং থানার হাজতে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হাজতের ফ্যানে ব্যাল্ট ও গেঞ্জি দিয়ে বেঁধে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান ওসি দেলোয়ার হোসেন।

নিহত যুবক বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

বানিয়াচং থানার অফিসার (ওসি) দেলোয়ার হোসেন জানান- একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম ঘেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকালে হাজতে ঢোকানো হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি দেলোয়ার হোসেন বলেন- আনুমানিক এশার নামাজের সময় আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও ডাক্তার মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।

তবে গোলাম রাব্বানীর পরিবারের সদস্যরা দাবি করেন পুলিশ তাকে সুস্থ অবস্থায় ধরে নিয়ে যায়। সারা বিকেল তাকে বিভিন্নভাবে নির্যাতন করে পুলিশ৷ তাদের নির্যাতনের ফলে কোনও একসময় সে মারা গেলে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা